বাংলাদেশের খবর

আপডেট : ১০ আগস্ট ২০২১

মালিতে ৫১ জনকে গুলি করে হত্যা


মালির উত্তরাঞ্চলে বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করেছে সশস্ত্র বিদ্রোহীরা। এই হত্যাকাণ্ডে বিদ্রোহীরা এতটাই হিংস্র ছিল যে, যা কিছু নড়তে দেখেছে তাতেই গুলি চালিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বেশ কয়েকজন বিদ্রোহী নেতাকে গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে এই বর্বরতা চালায় বিদ্রোহীরা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আইএসআইএল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয় রয়েছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা আসে বলে স্থানীয় একজন কর্মকর্তা জানিয়েছেন। নিহতদের অধিকাংশই তাদের বাড়ির সামনে ছিলেন। বাকিরা মসজিদে যাচ্ছিলেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, কারুতে ২০ জন, ওয়াটাগৌনায় ১৪ জন এবং ডটেগেফ্ট শহরে বাকি বেসামরিক লোককে হত্যা করে বিদ্রোহীরা।

এদিকে কোনো গ্রুপ এখনও হামলার দায় স্বীকার করেনি। মালির সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল সুলেইমানি ডেমবেলে হামলার ঘটনা নিশ্চিত করা ছাড়া আর কিছু জানাননি। দেশটির সেনাবাহিনী দুজন বিদ্রোহী নেতাকে গ্রেফতার করার দুই সপ্তাহ পরে এ হামলার ঘটনা ঘটল।

সূত্র : আলজাজিরা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১