বাংলাদেশের খবর

আপডেট : ১৬ আগস্ট ২০২১

নর্থ বেঙ্গল সুগার মিলের দুঃস্থ শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান


জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ৬৫ জন দুঃস্থ শ্রমিক-কর্মচারিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মিলের কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারিদের নিজস্ব অর্থায়নে এ খাদ্য সহয়তা প্রদান করা হয়। 

আজ সোমবার দুপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবীর।

মিলের মহাব্যবস্থাপক ( প্রশাসন) ফরিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যস্থাপক (কারখানা) আনোয়ারুল ইসলাম, মহাব্যস্থাপক (কৃষি) মনজুরুল ইসলাম, মহাব্যস্থাপক (অর্থ), হিরন্ময় বিশ্বাস, উপ ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান, শ্রমিক - কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাহিদ প্রসূখ।

এ সময় প্রত্যেককে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও আধা লিটার করে তেল প্রদান করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১