বাংলাদেশের খবর

আপডেট : ২৬ আগস্ট ২০২১

সিদ্ধিরগঞ্জের ভূমীপল্লীতে রাজউকের অভিযান, ভবন মালিককে জরিমানা


সিদ্ধিরগঞ্জের আটি ভূমিপল্লী এলাকায় অভিযান চালিয়ে এগারোটি বহুতল ভবন মালিককে জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর ভ্রাম্যমান আদালত। বিচ্ছিন্ন করা হয়েছে পাঁচটি ভবনের বিদ্যুৎ সংযোগ।

আজ বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজউকের নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন এর নেতৃত্বে এঅভিযান চালানো হয়।

জানা গেছে, পরিত্যাক্ত সরকারি প্রায় কয়েক একর জমি নিজেদের নামে নিয়ে ভূমিমন্ত্রনালয়ের কর্মকর্তারা গড়ে তুলেছে এই ভূমীপল্লী। এখানে প্রায় দেড়শতাধিক বিলাসবহুল বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। নির্মাণাধীন রয়েছে অনেক ভবন। অধিকাংশই ভবনের মালিক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা।

রাজউক সূত্র জানায়, প্রতিটি ভবনই নির্মাণ করা হয়েছে ইমরাত বিধিমালা অমান্য করে। নকশা অনুযায়ী যে পরিমাণ জায়গা ছাড়ার কথা তা ছাড়া হয়নি। তাছাড়া ছয় তলার অনুমোদন নিয়ে করেছে নয় তলা।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন গণমাধ্যমে কোন বক্তব্য দিতে রাজি হননি। তবে রাজউকের অথরাইজড অফিসার শেখ মুহাম্মদ এহসানুল ইমাম বলেন, ইমারত বিধিমালা আইনে এগারোটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে। নগদ আদায় হয়েছে দশ লাখ টাকা। তিনি বলেন অভিযান অব্যাহত থাকবে।

ইমারাত বিধিমালা অমান্য করে ভবন নির্মাণের কোন নোটিশ না দিয়ে আকস্মিক অভিযান করায় ক্ষোভ প্রকাশ করেছেন ভবন মালিকরা। হঠাৎ এসে এক থেকে দুই লাখ টাকা করে জরিমানা করায় তাৎক্ষনিক পরিশোধ করা সম্ভব হয়নি অনেক মালিকের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ভবনের ভাড়াটিয়ারা পড়েছে দুর্ভোগে।

অভিযানে রাজউক জোন আট নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের বর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১