বাংলাদেশের খবর

আপডেট : ২৭ আগস্ট ২০২১

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০


গাজীপুরের শ্রীপুরের কারখানার ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মাওনা ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় স্থানীয় আ.লীগের দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরপাড়া এলাকায় ডেকো গার্মেন্টস লিমিটেড নামের ওই কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন আনোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি।  পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে একটি পক্ষ । তবে পুলিশ কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছেন।

স্থানীয় বেশ কয়েকটি সূত্র জানায়, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মো. হাবিবুর রহমান সরকার কার্যাদেশের ভিত্তিতে গত ৪ বছর ধরে কারখানার সাথে ঝুট ব্যবসা করে আসছেন । আগামী ৩০ আগস্ট পর্যন্ত তার চুক্তির মেয়াদ রয়েছে। এ পরিস্থিতিতে গত কিছুদিন ধরে ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজী সুলতান উদ্দিন সরকার। জটিলতা নিরসনে কারখানা কর্তৃপক্ষ কয়েক দিনের মধ্যে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসার কথা ছিল। এর মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমান সরকার কারখানার ভেতর থেকে ট্রাক ভর্তি করে ঝুট বের করছিলেন। ট্রাকটি কারখানার ফটকের বাইরে আসার খবর পেয়ে সেখানে উপস্থিত হন হাজী সুলতান উদ্দিনের লোকজন। তারা ঝুট নেওয়ায় বাঁধা দেন। দুই পক্ষের লোকজনের মধ্যে এ সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুই পক্ষের অন্তত ২০/২৫ জন আহত হন। 

হামলার বিষয়ে জানতে চাইলে হাজী সুলতান উদ্দিন বলেন, আমাদের ৫ জনকে পিটিয়ে আহত করেছে। হাবিবুর রহমান সরকারের লোকজন এ হামলা করে। 

এ বিষয়ে জানতে চাইলে হাবিবুর রহমান সরকার বলেন, আমরা হামলা করিনি। আমাদের অনুমতির ভিত্তিতে বৈধ ব্যবসা করছি। ঝুট মালামাল বের করার সময় বৃহস্পতিবার রাতে তারা আমার লোকদের ওপর হামলা করে বহু লোককে আহত করেছে । 

শ্রীপুর মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘সংঘর্ষের ঘটনা জেনে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১