বাংলাদেশের খবর

আপডেট : ২৮ আগস্ট ২০২১

বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই, আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী : স্বরাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশে তালেবানও নেই, জঙ্গিও নেই, শুধু কিছু অরাজকতা সৃষ্টিকারী সন্ত্রাসী বাহিনী আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৮ আগস্ট) দুপুরে সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে কিন্তু তাদের কোনো অরাজকতা সৃষ্টি করার ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, তালেবানরা বিভিন্ন পরাশক্তির হাত ধরে আফগানিস্তানে ক্ষমতায় এসেছে। কিন্তু কাবুল আমাদের থেকে অনেক দূরে তাই বাংলাদেশে এর কোনো প্রভাব নেই। দেশের পরিস্থিতি অত্যন্ত ভালো।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১