বাংলাদেশের খবর

আপডেট : ২৮ আগস্ট ২০২১

গুরুদাসপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন


নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ্য প্রহরী ও আয়া পদে নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক মন্ডলী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহবুব হাসান লাবু।

আজ শনিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় কক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়,নিয়োগ বিধির সকল শর্ত অনুসরণ করে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিক্তিতে প্রথমস্থান লাভকারী স্থানীয় দুজন প্রার্থীকে ৮ আগস্ট নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি। তারা যোগদান করে তাদের কার্যক্রম চলমান রেখেছেন।

নিয়োগ বঞ্চিতরা সংক্ষুব্ধ হয়ে স্থানীয় ও জাতীয় সংবাদ মাধ্যমকে মিথ্যা ও ভুল তথ্য পরিবেশ করে সংবাদ প্রকাশ করেছেন। এতে তাঁর প্রতিষ্ঠান,ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের ব্যক্তিগত সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-প্রতিষ্ঠান ও নিয়োগ কমিটির সভাপতি শহিদুল ইসলাম,সদস্য জালাল উদ্দিন সরদার,কলিমুদ্দিন,আফরোজা খাতুন,সহকারী প্রধান শিক্ষক জোবায়ের হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকমন্ডলী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১