বাংলাদেশের খবর

আপডেট : ৩০ আগস্ট ২০২১

ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশনের নির্বাহী পরিচালক তানভীরসহ চারজনের বিরুদ্ধে শ্রমিকের মজুরির বকেয়া টাকা দিতে টালবাহানা এবং শ্রমিকের সর্দারকে মারধরসহ হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন কাজিরুল ইসলাম কাজল নামে এক শ্রমিক সর্দার।

সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রেস ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন তিনি। কাজিরুল ইসলাম সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের সিংনাথপাড়া এলাকার হাজির উদ্দীনের ছেলে। এর আগেও পঞ্চগড় সদর ও নওগাঁ সদর মডেল থানায় একই বিষয়ে অভিযোগ করেছেন তিনি। অভিযুক্তরা হলেন-ব্রাদার্স কনস্ট্রাকশনের নির্বাহী পরিচালক তানভীর, পরিচালক মো. রনি, সাইড পিএম সুলতান হোসেন ও অ্যাকাউন্টস ম্যানেজার মিজান।

কাজিরুল জানান, ৯ জন শ্রমিক নিয়ে ব্রাদার্স কনস্ট্রাকশনের মাটির নিচে পাইপ স্থাপনের কাজ করতেন তিনি। দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করলেও ওই কনস্ট্রাকশন কোম্পানি বিভিন্ন সময় শ্রমিকের মজুরিসহ খোরাকির টাকা বাকি রাখেন। চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বাকির পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় পাঁচ লাখ টাকায়। সম্প্রতি কোম্পানির দায়িত্বে থাকা লোকজনের কাছে পাওনা টাকা চাইলে টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে তার টাকা দেবেন না বলে জানিয়ে দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত কয়েকদিন আগে আমি রাজশাহীর কাটাখালি গেলে কোম্পানির অপারেটর ইউসুফ, লবেট ড্রাইভার শাকিল ও সাইড একাউন্টস আতিক বিভিন্নভাবে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে আমিসহ আমার অধীন শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১