বাংলাদেশের খবর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১

হৃদরোগে আক্রান্ত হয়ে ‘বিগ বস’ বিজয়ী সিদ্ধার্থ শুক্লার অকালমৃত্যু


বলিউড তারকা এবং রিয়ালিটি শো 'বিগ বস'-এর ১৩তম আসরের বিজয়ী সিদ্ধার্থ শুক্লা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (বৃহস্পতিবার) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতের মুম্বাইয়ের কুপার হাসপাতাল কর্তৃপক্ষ। তার বয়স হয়েছিল ৪০ বছর।

জানা গেছে, আজ সকালে তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি মা ও দুই বোন রেখে গেছেন।

কুপার হাসপাতালের এক উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কিছুক্ষণ আগে তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তার মৃত্যুতে আবারও শোক নেমে এলো বলিউডে। অভিনেতা মনোজ বাজপেয়ী এক টুইটবার্তায় লিখেন, 'হায় স্রষ্টা! ভীষণ শোকাহত আমি! এমন কাছের ও আদরের একজন মানুষকে হারানোর এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়!'

২০০৮ সালে টিভি শো 'বাবুল কা অঙ্গন ছোটে না'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক ঘটে সিদ্ধার্থের। ২০১৪ সালে 'হাম্পটি শর্মা কি দুলহানিয়া' চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে নাম লেখান।

রিয়ালিটি শো 'বিগ বগ'-এর ১৩তম আসর ও 'কিয়ার ফ্যাক্টর: খাতরন কে খিলাড়ি'র ৭তম আসরে বিজয়ী হন তিনি। এছাড়া টিভি অনুষ্ঠান 'সাবধান ইন্ডিয়া' ও "ইন্ডিয়া'স গট টেলেন্ট" উপস্থাপনা করেও খ্যাতি কুড়ান।

সূত্র: হিন্দুস্তান টাইমস


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১