বাংলাদেশের খবর

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১

জগন্নাথপুরে একাধিক মামলায় গ্রেপ্তার ৫


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জগন্নাথপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে চুরি যাওয়া একটি মাছ ধরার নৌকা।

আজ শনিবার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে চুরি করা একটি মাছ ধরার নৌকা দিরাইয়ে বিক্রিকালে স্থানীয়রা সামছুল ইসলাম (৩৫), রহিত মিয়া (৩০) ও সুহেল আহমদ(২২)কে তিনজনকে আটক করে। পরে খবর পেয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করেন। এসময় চুরি যাওয়া নৌকাটি জব্দ করা হয়। এবিষয়ে একটি চুরির মামলা হয়েছে। 

অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে গরু চুরি মামলায় উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নোয়াব আলীর ছেলে মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়া। এছাড়া, যৌতুক মামলায় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে বাবুল মিয়া কে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১