বাংলাদেশের খবর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১

ভারতে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে


ভারতে দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বুধবার প্রায় দুই হাজার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭৬ জন। গত চার দিন ধরেই দেশটিতে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে রয়েছে। খবর আনন্দবাজার অনলাইনের।

এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। পুরো মহামারি পর্বে করোনা মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জনের। সক্রিয় রোগীও কমে হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৮৭ জন।

ভারতের কেরালা রাজ্যে আক্রান্তের সংখ্যা গত কয়েক দিনে কমেছে। গত দু-তিন ধরে সেখানে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের আশপাশে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ হাজার ৫৩০। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১ থেকে দেড় হাজারের মধ্যে ঘুরছে আক্রান্তের সংখ্যা।

কর্নাটকে কমে হাজারের নিচে নেমেছে। পশ্চিমবঙ্গেও ৬০০ থেকে ৭০০ ঘরে অনেকদিন ধরেই রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। ওড়িশা এবং আসামে তা ৫০০ নিচে নেমেছে। কিন্তু মিজোরামে আক্রান্তের সংখ্যা দুইদিন কম থাকার পর আবার হাজার ছাড়িয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১