বাংলাদেশের খবর

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১

ফকিরহাটে বৃষ্টির পানি জমে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ


বাগেরহাটের ফকিরহাটে সামান্য বৃষ্টি হলেই উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খাদ্য গুদাম, মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট জলবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেন না থাকায় গত মঙ্গলবার একদিনের বৃষ্টিপাতে পানি জমে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

একটু বৃষ্টি হলেই মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকা সহ যাতায়াতের সড়কে হাটু পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে যায় বলে শিক্ষক শ্যামল কুমার মন্ডল সহ স্থানীয়রা জানিয়েছে।

দ্বীপ কুমার সহ অনেক শিক্ষার্থী জানিয়েছেন, বৃষ্টি হলে তাদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়।হাটু পানি দিয়ে যাতায়াত করতে প্যান্ট ভিজে যায়।

মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার বলেন, বিদ্যালয়ে জলবদ্ধতার কারনে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতি দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে, পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় উপজেলা পরিষদ চত্ত্বর পানিতে ভরে গেছে। কর্মকর্তাদের চলাচলের জন্য হাত খানেক পরপর পাশাপাশি করে ইট পাতা হয়েছে। এছাড়াও সরকারি হাসপাতাল চত্ত্বর,খাদ্য গুদামসহ বিভিন্ন রাস্তা সামন্য বৃষ্টিতে পানিবন্ধী হয়ে পড়ে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বলেন, মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ পানি বন্ধী বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তা পরিদর্শন করেছি। অবিলম্বে যাহাতেজলবদ্ধতার সৃষ্টিনা হতেপারে তার জন্যড্রেনের ব্যবস্থা সহ পানি নিস্কশনের ব্যবস্থা গ্রহন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১