বাংলাদেশের খবর

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১

ভালো মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক : জেলা প্রশাসক


কেরানীগঞ্জে জিনজারা পি এম পাইলট স্কুলে শিক্ষক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলা প্রশাসক। সভায় তিনি বলেন, ভালো মানুষ হব, জেলা প্রশাসক হবে, দেশ প্রেমিক হব, শিক্ষকই ডিজাইন করে দেয়, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক।

এসময় তিনি শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, জ্ঞান এর পিছনে সবকিছু ঘুরে, তাই আপনারা জ্ঞান অর্জন করেন, জ্ঞানের পিছনে চাকরি অর্থ সবকিছু ঘুরবে। তিনি এক দার্শনিক একটি বাস্তব চিত্র তুলে ধরে বলেন, দার্শনিক এর মন ছিল লেখা পড়ার দিকে তার মনোযোগ শক্তি ছিল নিখুঁত তার মন ভালো মানুষ তৈরি করার কারিগরও ছিল শিক্ষক।

কেরানীগঞ্জ মডেল থানার বিভিন্ন উন্নয়ন কাজের পরিদর্শন প্রোগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের টিকা দান কর্মসূচির উদ্বোধন করে কেরানীগঞ্জে মডেল থানার জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজ শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক এসব কথা বলেন।

জিনজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডি সভাপতি ম. ই. মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, কেরানীগঞ্জ উপজেলা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসানসহ আরো অনেক। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১