বাংলাদেশের খবর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১

আশ্রয়ণ প্রকল্পে শিশুপার্ক নির্মাণ


আশ্রয়ণ প্রকল্পে শিশুস্বাস্থ্য নিশ্চিত ও তাদের বিনোদনের জন্য শিশুপার্ক নির্মাণ করা হয়েছে। সেইসঙ্গে নির্মল বাতাস আহরণের জন্য আশ্রয়ন কেন্দ্রের চারিধারে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করে সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে।

জানা গেছে,‘ মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আত্রাইয়ে দুই ধাপে পাঁচ স্থানে ১৮৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে। বাড়িগুলো সুফলভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলার রসুলপুর আশ্রয়ণ কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে শিশুপার্ক নির্মাণ করেন। একই সঙ্গে সড়কের দুধার ও আশ্রয়ণ কেন্দ্রের চারিধারে পাঁচশ ফলদ ও বনদ বৃক্ষ রোপণ করা হয়। অন্যদিকে মধুগুড়নই আশ্রয়ণ কেন্দ্রে নদীর ধারে গাইডওয়াল তৈরি করে তাতে মাটি ভরাট দিয়ে সেখানেও শিশুদের বিনোদন দিতে দোলনা এবং নদীর নির্মল বাতাস আহরণের জন্য স্থায়ী বসবার জায়গা নির্মাণ করা হয়েছে। এই কেন্দ্রেরও চারিধারে পাঁচশ ফলদ ও বনজ বৃক্ষ লাগিয়ে সেখানে সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, উপজেলার পাঁচ স্থানে একশ পঁচাশি বাড়ি নির্মাণ করে সুফলভোগী মানুষের বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুদের স্বাস্থ্য নিশ্চিত ও নির্মল বাতাস আহরনের জন্য রসুলপুর ও মধুগুরনই আশ্রয়ণ কেন্দ্রে শিশুপার্ক এবং এক হাজার ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করে প্রকল্প সম্পর্কিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। আশ্রয়ণ কেন্দ্রের সকল মানুষকে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১