বাংলাদেশের খবর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১

চাঁদপুর বিআরবিডির আওতায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ৩০ লাখ টাকার ঋণ বিতরণ


‘‘এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’’ এই শ্লোগানের ভিত্তিতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রনোদনা প্যাকেজের আওতায় বিআরডিবি চাঁদপুর সদর উপজেলার ১৫ জন ব্যবসায়ীকে ৩০ লক্ষ টাকা সহজ শর্তে ঋণ দেয়া হয়েছে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলা বিআরডিবি মিলনায়তনে এসব ঋণের চেক হস্থান্তর করেন সদর উপজেলা পরিষদের চেয়াম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরবিডির উপ পরিচালক মো: মোকাব্বের হোসেন ভুঁইয়া, সদর উপজেলা ইউসিসির চেয়ারম্যান শহিদুল্লাহ, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সদর উপজেলার পরিচালক আলী আরশাদ মিঝি, স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সালাম।

আলোচনা শেষে উপকারভোগীদের হাতে ঋনের চেক তুলে দেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে, এই ঋণের সুদ মাত্র শতকরা ৪% ভাগ যা ২৪ মাসে পরিশোধযোগ্য।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১