বাংলাদেশের খবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১

মমেক হাসপাতালে করোনা ইউনিটে ৪ মৃত্যু


ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগী আগের তুলনায় অনেকটা কমেছে। বর্তমানে আইসিইউতে ১২ জন করোনা আক্রান্ত রোগী ও উপসর্গসহ মোট ১২৯ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, বুধবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ‌্যান্টিজেন টেস্টে ৩১১টি নমুনা পরীক্ষা করে ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১