বাংলাদেশের খবর

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১

স্কপ নাটোর জেলা কমিটি গঠিত


শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর আয়োজনে গত ১৭ সেপ্টেম্বর  দক্ষিণ বড়গাছায় অস্থায়ী কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা কমরেড পারুল মজুমদার। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি মিজানুর রহমান,জাতীয় শ্রমিক লীগ জেলা যুগ্ম সাঃ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আশীষ নিয়োগী, জাতীয় শ্রমিক জোট সদর উপজেলার সভাপতি হানিফ আলী সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সদস্য দেবাশীষ রায় প্রমুখ নেতুবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ‘দেশে আজ শ্রমিকরা নির্যাতিত,শোষণের শিকার হচ্ছে। অথচ দেশের অর্থনীতির চাকা ভয়াবহ মহামারীতেও চালু রেখেছে শ্রমিকরা। অথচ তাদের বাঁচার মত মজুরি নাই। ২২০০০হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার দাবি দীর্ঘদিনের, কিন্তু সেই দাবি সরকার এখনো পূরণ করেনি। ফলে মালিকরা অতি মুনাফার লালসায় শ্রমিকদের মৃত্যুমুখে ঠেলে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে’।

নেতৃবৃন্দ  অবিলম্বে বাঁচার মত মজুরি ঘোষণার দাবি জানান এবং বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড, ভবনধ্বস ইত্যাদি ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।

বৈঠকের একপর্যায়ে সর্বসম্মতি ক্রমে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) নাটোর জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সমন্বয়ক নির্বাচিত হন জাতীয় শ্রমিক জোট জেলা সভাপতি কমরেড পারুল মজুমদার, যুগ্ম সমন্বয়ক জাতীয় শ্রমিক লীগের জেলা যুগ্ম সাঃ সম্পাদক সাইফুল ইসলাম। অন্যান্য সদস্য নির্বাচিত হন জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি / সাঃ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি / সাঃ সম্পাদক, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা সভাপতি/ সাঃ সম্পাদক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১