বাংলাদেশের খবর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১

আজীবন গান নিয়েই থাকতে চাই


আঁখি আলমগীর-আধুনিক গানের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী। ছোটবেলায় ‘ভাত দে’ চলচ্চিত্রে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ গায়িকা প্লে-ব্যাকের জন্যও জাতীয় পর্যায়ে সেরা কণ্ঠশিল্পীর পুরস্কার অর্জন করেন কিছুদিন আগে। স্টেজ শো মাতাতে তার কোনো জুড়ি নেই। বর্তমানের ব্যস্ততা সম্পর্কে আঁখি আলমগীর বলেন, ‘একদমই বাজে সময় গেল দুবছর। একেবারেই বিরক্তিকর। কিছুই করার ছিল না। তবে এতটা তাড়াতাড়ি বাজে সময়টা কেটে যাবে এটাও ছিল প্রত্যাশাতীত। এখন আবার শোবিজ ঘুরে দাঁড়াতে যাচ্ছে, এটা ভেবেই এখন ভালো লাগছে।’

নিজের মিউজিক চ্যানেলে গান আপলোড করছেন এই তারকা। সাবস্ক্রাইবারদের পক্ষ থেকে ভালোই সাড়া পাচ্ছেন। এর মধ্যে জে কে মসলিশের সংগীত পরিচালনায় ও নূর হোসেন হীরার প্রযোজনায় আর টিভি চ্যানেলে ফোক গানের রেকর্ড করেছেন। এটি প্রচার হয় গত শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে আরটিভিতে। এতে  আঁখি আলমগীরের ৬টি গান ছিল।

প্লে-ব্যাকে গান সম্পর্কে এই গায়িকা বলেন,‘সিনেমা নির্মাণের সংখ্যাই তো কমে যাচ্ছে দিন দিন। এর মধ্যে আবার করোনার হানা। সবমিলিয়ে প্লে-ব্যাকের সংখ্যাও কমে গেছে। সর্বশেষ কদিন আগে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ নামের একটি ছবির গানে কণ্ঠ দিয়েছি। ইমন সাহার সুর ও সংগীত পরিচালনায় ‘তোমাকে খুঁজছে সবুজের হাত ধরে’ শিরোনামের গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।’

করোনার কারনে স্টেজ শোবন্ধ আছে। অথচ এই স্টেজশোতে সবসময় মাতিয়েছেন আঁখি আলমগীর। বলেন, ‘বাংলাদেশে আমার চেয়ে বেশি স্টেজ শো কেউ করেনি। বেশ কিছু স্টেজ শো করার পরিকল্পনা ছিল। নতুন কিছু গানের জন্যও কথাবার্তা হয়েছিল। কিন্তু সেগুলোর বেশ কয়েকটি বাতিল করা হয়েছে। এর মধ্যেও সীমিত পরিসরে কয়েকটি স্টেজ শো করেছি।’

মিষ্টি হাসির কিন্নরী কণ্ঠের গায়িকা আঁখি আলমগীর মিডিয়ায় পা রাখেন অবশ্য অভিনেত্রী হয়ে। ১৯৮৪ সালে ‘ভাত দে’ ছবিতে অভিনয় করেন তিনি শিশুশিল্পী হিসেবে। প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার! এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি। অবশ্য বড়পর্দায় অভিনয় করতে চান না এই শিল্পী। বলেন, ‘আমি মনে করি, দুই নৌকায় পা রেখে কাজ করাটা বুদ্ধিমানের নয়। তাই আর সেই ঝুঁকি নিতে চাইনি। তা ছাড়া গানই আমার প্রিয়। আজীবন গান নিয়েই আমি থাকতে চাই। গানের বাইরে অন্য কিছু করতে চাই না।’

গানের বাইরে ‘মখমল’ নামে একটি ফ্যাশন হাউস সম্প্রতি চালু করেছেন আঁখি আলমগীর। এর মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নতুন অধ্যায় শুরু হয়েছেন তার। নকশাদার পোশাকের প্রতি আঁঁখির আগ্রহ সেই শৈশব থেকেই। এক সময় নিজের ডিজাইন করা কামিজ নিজের পরিচিত মহলের কাছে বিক্রিও করেছেন তিনি। ছোটবেলায় তার ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। বলেন, ‘আমি যেসব পোশাক পরি ষাট ভাগই আমার নকশা করা। করোনা মহামারি এবারে আমার সেই সুপ্ত বাসনাটি বাস্তবায়নের সুযোগ করে দিল। আপাতত এখানে শিফন, সিল্ক, জর্জেট আর মসলিন শাড়ি পাওয়া যাবে। পরে কামিজের দিকে যাব। এখন অনলাইন ভরসা। পরে আউটলেট খোলার ইচ্ছা আছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১