বাংলাদেশের খবর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১

মিউজিক্যাল ফ্যাশন ভিডিও ‘জয় দুর্গা মায়ের জয়’ গানের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত


প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সুদীর্ঘ ২৭ বছর ধরে দেশের ইতিহাস ঐতিহ্যকে ফ্যাশনের ভাবনায় তুলে ধরেছেন নিরলসভাবে। ফ্যাশন ডিজাইনের পাশাপাশি শখের বসেই গান করে থাকেন। কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ পূজা উপলক্ষ্যে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মূল ভাবনা, সার্বিক তত্ত্বাবধায়ক, শিল্পী নির্বাচন ও প্রযোজনাও করেছেন তিনি।

বিপ্লব সাহা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এত বিগ বাজেটে পূজার গান এটাই প্রথম।

গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) যমুনা ফিউচার পার্ক বিশ্বরঙ শোরুমে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গানচিত্রটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। আরও উপস্থিত ছিলেন গানটিতে কণ্ঠ দেয়া, জাকিয়া সুলতানা কর্ণিয়া, হৈমন্তী রক্ষিতা দাস, স্বপ্নীল সজীবসহ মডেল, শুভানুধ্যায়ী ও আরো অনেকে।

অনুষ্ঠানে বিপ্লব সাহা বলেন, ‘সুদীর্ঘ সময়ের পথচলায় সতীর্থ হয়ে সবসময় যারা ‘বিশ্বরঙ’- এর পাশে ছিলেন তাদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই। গানটি সবার ভালো লাগলেই পরিশ্রম ও ভাবনা স্বার্থক হবে।’

‘জয় দুর্গা মায়ের জয়’ গানটি লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী, সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক্যাল ফ্যাশন ভিডিও নির্মাণ করছেন কল্পলোক ক্রিয়েটিভ ফ্যাক্টরি। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করছেন কোরিওগ্রাফার ঢাকা ললিত কলা একাডেমির সাইফুল ইসলাম।

এই মিউজিক্যাল ফ্যাশন ভিডিওতে অংশগ্রহণ করছেন শতাধিক শিল্পীরা। তাদের জন্য গহনা স্পন্সর করেছে এ্যরাবিয়ান জুয়েলার্স।

ইউটিউব চ্যানেল biplob saha ও bishworang entertainment এবং shworang fanpage -এ মিউজিক্যাল ফ্যাশন ভিডিওটি দেখা যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১