বাংলাদেশের খবর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১

মেসিকে আটকানো অসম্ভব : গার্দিওলা


কোনোদিন ইংল্যান্ডের কোনো ক্লাবে খেলেননি লিওনেল মেসি। তবু ইংলিশ ক্লাবের বিপক্ষে তার গোল ২৭টি, যার সর্বশেষটি করেছেন মঙ্গলবার রাতে, ম্যানচেস্টার সিটির বিপক্ষে। নতুন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) হয়ে প্রথম গোলটি নিজের সাবেক গুরুর বিপক্ষেই করেছেন মেসি।

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা ম্যাচ হারের পর সোজাসাপটাই বলেছেন, ‘প্রথমত আমরা খেলেছি পিএসজির বিপক্ষে। তবে আমরা জানি, মেসিকে পুরো ৯০ মিনিট ধরে নিয়ন্ত্রণ করা অসম্ভব। সে বলে খুব বেশি টাচ করেনি। ইনজুরি থেকে ফিরেছে, ছন্দে ফেরা দরকার ছিলো। তবে আমরা জানি, সে যখন দৌড়ায় এবং বলের কাছে যায়, তাকে থামাও অসম্ভব।’ সিটিজেন কোচ আরো যোগ করেন, ‘আমরা চেষ্টা করেছি (মেসির পথ) কমাতে, যতটা সম্ভব। যেসব সুযোগ আমরা তৈরি করতে পারতাম তা চেষ্টা করেছি। আমরা যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট।’

ম্যাচটিতে অবশ্য আক্রমণ কিংবা বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলো সিটিজেনরাই। অন্তত ১৮টি শট করে তারা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১