আপডেট : ০১ অক্টোবর ২০২১
মাগুরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বহুল প্রতিক্ষীত স্কুল ও কলেজ ব্যাচ-২০০৪/২০০৬ ভিত্তিক ফেইসবুক গ্রুপের ‘স্পোর্টস ৪/৬’ এর সদস্যদের আয়োজনে বন্ধুত্বের বিজয় ক্রিকেট লিগ সিজন-৩ এর গ্রুপ পর্বের খেলা আজ শুক্রবার বুটেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। বন্ধুত্বের জয়গানে বন্ধুর পাশে সকল বন্ধু সব সময়। এই বন্ধুত্বের টানেই নতুন উদ্যেমে ভালোবাসা ছড়িয়ে দিতে এবারো শুরু হল বিবিসিএল ক্রিকেট লিগ সিজন-থ্রি পাওয়ার্ড বাই মাগুরা গ্রুপ। উক্ত টুর্ণামেন্ট গ্রুপের সদস্যদের নিয়ে মোট ৭ টি দল গঠিত হয়। ৭টি দলের মধ্যে রয়েছে- বীর বাঙ্গালী ৫২, স্বাধীন বাংলা ৭১ , সংগ্রাম ২৬, জাগ্রত ২৫, অগ্নিশিখা ৬৯, উদ্বীপ্ত ২১, বিজয় ১৬। আজ শুক্রবার টুর্ণামেন্টের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে সংগ্রাম ২৬ এর বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় বিজয় ১৬। ১৪.৫ ওভার খেলে ৮৮ রানেই অলআউট হয় সংগ্রাম ২৬। ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০.২ ওভারেই কাঙ্খিত জয় পেয়ে যায় বিজয় ১৬ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন পারভেজ হাসান। দিনের দ্বিতীয় খেলায়, জাগ্রত ২৫ এর বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে বীর বাঙ্গালী ৫২। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে জাগ্রত ২৫। এরপর ১২৭ রানের টার্গেটে ১৮ ওভার খেলে ২ উইকেট হাতে রেখে জয়লাভ করে বীর বাঙ্গালী ৫২। প্রিন্স অভি ৩৯ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। দিনের তৃতীয় খেলায় উদ্দীপ্ত ২১ ব্যাটিং করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে। ১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে স্বাধীন বাংলা ৭১। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জাকির হাসান সোহাগ। প্রতি শুক্রবারে টুর্ণামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং এই সিজন ৩ এর গর্বিত মিডিয়া পার্টনার টি-স্পোর্টস, বাংলাদেশের খবর, Bangladesh News, দৈনিক দিনপরিবর্তন। সকল খেলার আপডেট জানতে চোখ রাখুন বাংলাদেশের খবর, Bangladesh News, দৈনিক দিনপরিবর্তন সংবাদ পত্র ও অনলাইন পোর্টালে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১