বাংলাদেশের খবর

আপডেট : ০৪ অক্টোবর ২০২১

ভোলায় জোয়ারে ভেসে আসা হরিণ শাবক বনে অবমুক্ত


ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা একটি হরিণ শাবককে উদ্ধারের পর গহীন অরণ্যে অবমুক্ত করেছে বন বিভাগ।

আজ সোমবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের চর উড়িলের গহীন অরণ্যে হরিণ শাবকটিকে অবমুক্ত করা হয়।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম জানান, রবিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সংলগ্ন মেঘনা নদীতে হরিণ শাবকটিকে ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করে। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তায় হরিণ শাবকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পানিতে থাকায় হরিণ শাবকটি কিছুটা অসুস্থ হয়ে পড়ে। বন বিভাগ হরিণটিকে প্রাথমিক চিকিৎসা শেষে তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের চর উড়িলের গহীন অরণ্যে অবমুক্ত করে। 

তিনি আরও জানান, ধারণা করা যাচ্ছে হরিণ শাবকটি যেখানে ছিল সেখানে জোয়ারের পানি প্রবেশ করায় হরিণটি নদীর পানিতে ভেসে আসে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১