বাংলাদেশের খবর

আপডেট : ০৫ অক্টোবর ২০২১

মোটর সাইকেল 'ঝিকঝাঁক' করতে গিয়ে প্রাণ গেল চালকের


গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ে ঝিকঝাঁক করতে গিয়ে বিপ্লব শেখ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব শেখ কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের হেমায়েত হোসেন শেখের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবু নাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক জানান, ওই যুবক একাই ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ফ্লাইওভারের ওপর হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে ঝিক-ঝাঁক করছিলেন। এ সময় ফ্লাইওভারের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় সে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১