বাংলাদেশের খবর

আপডেট : ০৬ অক্টোবর ২০২১

মানববন্ধনে বক্তারা

কৌশলে হত্যা করা হয়েছে নড়াই নদীকে


দখল-দূষণে মৃতপ্রায় রাজধানীর নড়াই নদীকে রামপুরা খাল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। অথচ নব্বইয়ের দশকেও এ নদীতে স্বচ্ছ পানিপ্রবাহ ছিল। এখানে নৌযান চলাচল করত, যার কিছুটা অস্তিত্ব এখনো আছে। তাছাড়া বহু বছর আগেই এ নদীর দুই পাড়ে গড়ে উঠেছে বনশ্রী ও আফতাব নগর নামে বিশাল দুটি আবাসিক প্রকল্প। বর্তমানে এ নদী তীরে মেরাদিয়া হাটটি উঠিয়ে দিয়ে পুরো নড়াই নদীর অস্তিত্ব ধ্বংসের পাঁয়তারা চলছে। এ অবস্থায় ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষাসহ পরিবেশের প্রয়োজনে নড়াই নদীর অবৈধ দখল উচ্ছেদ করে খনন করার জোর দাবি জানিয়েছে নাগরিক সমাজ।    

গতকাল মঙ্গলবার নড়াই নদী রক্ষায় সামাজিক সংগঠন ‘নোঙর’ আয়োজিত এক মানববন্ধন ও কাগজের নৌকা ভাসানো কর্মসূচিতে বক্তারা এসব দাবি জানান। নোঙর-এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামসে সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পরিবেশবিদ ও বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তোফায়েল আহমেদ, ঢাকা সিটি করপোরেশনের ৭৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সাবেক পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ তালুকদার ও পরিবেশকর্মী ফজলে সানি প্রমুখ। 

আলোচনায় রাজধানী রামপুরা এলাকার ভেতর দিয়ে প্রবাহিত ‘নড়াই’ নদীর সীমানা পিলার স্থাপন ও দখল-দূষণ মুক্ত করতে হাতিরঝিলের মতো প্রকল্প নেওয়ার জোর দাবিও জানানো হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১