বাংলাদেশের খবর

আপডেট : ১১ অক্টোবর ২০২১

বিএফইউজের নির্বাচন হতে বাধা নেই


বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন হতে আর কোনো বাধা নেই। এই নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ গতকাল রোববার স্থগিত করে দিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোর্শেদ।

শাহ মঞ্জুরুল হক বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করি। আজ চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান শুনানি শেষে আগামী ছয় সপ্তাহের জন্য হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। তাই ২৩ অক্টোবর নির্বাচন হতে আর কোনো বাধা নেই।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি মো. মুজিবর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ নির্বাচন স্থগিত করে আদেশ দেয়। একই সঙ্গে রুল জারি করে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন। ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ সলিল পাল, সঙ্গে ছিলেন মো. নুরুল করিম।

রিটকারীর আইনজীবী তীর্থ সলিল পাল বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের নাম বিএফইউজের নির্বাচনের ভোটার তালিকায় না থাকায় হাইকোর্টে তিনি রিট করেন। তিনি তার নাম অন্তর্ভুক্তি চেয়েছেন।

আদালত রুলের শুনানি নিয়ে তার নাম কেন অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে। পাশাপাশি দুই মাসের জন্য নির্বাচন স্থগিত করেছে। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর বিএফইউজের ত্রিবার্ষিক সাধারণ সভা ও প্রতিনিধি সম্মেলন হয়। সেখানে ২৩ অক্টোবর নির্বাচনের তারিখ ঠিক করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১