বাংলাদেশের খবর

আপডেট : ১২ অক্টোবর ২০২১

দৌলতদিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি 


রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকামুখী অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এতে দৌলতদিয়ায় ফেরি ঘাটে সৃষ্টি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষা করছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন চালক ও হেলপার। ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের ও অনেক দূর থেকে পায়ে হেঁটে রিকশায় বা ভ্যানে আসতে হচ্ছে দৌলতদিয়া ফেরি ঘাটে। 

ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় শত শত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। দেখা যায় এরমধ্যে শতাধিক দূরপাল্লার যাত্রীবাহী বাস রয়েছে। এসব যানবাহন ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। এ ছাড়া ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া থেকে ১৩.৫ কিলোমিটার পেছনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে  রাজবাড়ীর আহলাদিপুর জুট মিল পর্যন্ত কয়েকশত অপচনশীল পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে।

ট্রাক চালক আমিরুল সেক বলেন, আজকে সকালে দৌলতদিয়া এসেছি। কখন ফেরিতে উঠতে পারবো তা ঠিক নেই। দীর্ঘ সময় ধরে সড়কে আটকা থেকে ঠিকমতো গোসল ‍এবং খাওয়া-দাওয়া করতে পারিনি।

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বাংলাদেশের খবরকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৮টি ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১