বাংলাদেশের খবর

আপডেট : ১৩ অক্টোবর ২০২১

উত্তরায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


রাজধানীর উত্তরায় ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও এডিস মশা প্রজনন বিস্তাররোধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

সকালে ডিএনসিসির আঞ্চলিক ১ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সকাল থেকে এ অভিযানে উত্তরা ৯ নং সেক্টরে ফুটপাতে থাকা অবৈধ প্রায় দুই শতাধিক দোকানপাট,স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযান চলাকালীন সময়ে ডিএনসিসির আঞ্চলিক ১ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়েন বলেন, নাগরিকদের স্বস্তি দিতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে এখন থেকে উত্তরা ও খিলক্ষেতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১