বাংলাদেশের খবর

আপডেট : ২২ অক্টোবর ২০২১

গফরগাঁওয়ে রেলওয়ে ট্রেনে কাটাপড়ে নিহত ২


ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ ঘণ্টার ব্যবধানে রেলওয়ে ট্রেনে কাঁটা পড়ে ফারুক (৩২) ও অজ্ঞাত একজনসহ ২ যুবক নিহত হয়েছেন।

নিহত ফারুক (৩২) গফরগাঁও পৌরশহরের ষোলহাসিয়া গ্রামের বাসিন্দা রেলওয়ে স্টেশনে শরবত বিক্রেতা শাহজাহানের ছেলে।

বৃহস্প্রতিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকাগামী অগ্নীবীনা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দেয়ার সময় দৌঁড় দিয়ে রেললাইন অতিক্রম করতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ফারুকের দেহ দুইভাগে বিভক্ত হয়ে পড়ে।

অপরদিকে শুক্রবার সকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের রৌহা মীরবাজার বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুসের বাড়ির সামনে ঢাকাগামী যমুনা ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। অজ্ঞাত যুবকের মাথা ও কোমরের নিচের অংশ এ সংবাদ লেখা পর্যন্ত (বিকেল ৪টা ) পাওয়া যায়নি। গলার নিচ থেকে কোমর পর্যন্ত পুরুষাঙ্গসহ দেহের অংশ বিশেষ রেল লাইনের উপর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে গফরগাঁও রেলওয়ে জি আরপি পুলিশ ফাড়ির ইনচার্জ শাহদাত হোসেন জানান দুটি লাশই ঘটনাস্থল থেকে জি আরপি পুলিশ নিয়ে গিয়ে তিনি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১