বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০২১

আখাউড়ায় পাঁচ মামলার আসামি ইয়াবাসহ আটক


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়ার মোহাম্মদ (২৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃত ইয়ার মোহাম্মদ উপজেলার সীমান্তবর্তী বাউতলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আজ শনিবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়। এর আগে ভোর রাতে উপজেলার বাউতলা পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ইয়ারের বিরুদ্ধে থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

আখাউড়া থানিরর অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এস.আই নিতাই চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বাউতলা গ্রামে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে সে পালানোর চেষ্টা করলে পরে তাকে আটক করা হয়। এ সময় আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভেতরে নাভীর নীচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ টি কালো পলিপ্যাকে থাকা ২০০ পিস করে মোট ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নতুন আরেকটি মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১