বাংলাদেশের খবর

আপডেট : ২৩ অক্টোবর ২০২১

হালুয়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটায় জরিমানা


ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে উপজেলার ধুরারাইল এ টিএসবি ইট ভাটায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইট ভাটার নিবন্ধন না থাকার অপরাধে ভাটা মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তৌহিদুর রহমান দৈনিক বাংলাদেশের খবরকে বলেন, শনিবার দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নের ধরাবন্নি এলাকায় ইটভাটায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভাটার নিবন্ধন না থাকায় মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১