বাংলাদেশের খবর

আপডেট : ২৯ অক্টোবর ২০২১

ইথিওপিয়ার তাইগ্রেতে বিমান হামলায় নিহত ১০


ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে বিমান হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। ইথিওপিয়ার সেনাবাহিনীই এই হামলা চালিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাইগ্রের মেকেলে এলাকার একটি কারখানায় এই হামলা চালানো হয়।

দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বিমানবাহিনী টিপিএলএফ ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর পরিচালিত কারখানাটি ধ্বংস করে দিয়েছে। ওই কারখানাতে সামরিক যন্ত্রাংশ তৈরি করতো তারা।

তবে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক এলাকায় হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইথিওপিয়ার সরকারি বাহিনী ও টিপিএলএফের মধ্যে সংঘাত চলছে তাইগ্রেতে। ২০২০ সালের জুনের শেষে তাইগ্রে অঞ্চলের বড় একটি অংশ দখলে নেয় টিপিএলএফ। সম্প্রতি ওই অঞ্চলে আবারও অভিযান শুরু করেছে সরকারি বাহিনীর।

সূত্র: আল-জাজিরা


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১