বাংলাদেশের খবর

আপডেট : ০৮ নভেম্বর ২০২১

দুই মামলায় আরজে নিরবসহ দুইজনের জামিন নাকচ


রাজধানীর গুলশান থানায় দায়ের করা পৃথক দুই মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরব ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার জামিন নাকচ করে দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এই আদেশ দেন।

এ বিষয়ে আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. আলমগীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ১২ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে ১৮ লাখ ১১ হাজার ৩২৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন তানজিনা আফরিন ইথেন নামের এক গ্রাহক। এরপরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া মামলাটি গুলশান থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

অপরদিকে একই থানায় গত ১৮ অক্টোবর ৪৫ লাখ ৩৬ হাজার ৯২৯ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন কাদের খান নামের আরেকজন গ্রাহক।

আরজে নিরবকে গত ৮ অক্টোবর রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় রিপন মিয়াকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১