বাংলাদেশের খবর

আপডেট : ১১ নভেম্বর ২০২১

বকশিশ কম পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়া সেই ওয়ার্ড বয় আটক


বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর অক্সিজেনের নল খুলে দেয় এক ওয়ার্ড বয়। এরপরই প্রাণ যায় সড়ক দুর্ঘটনায় আহত ওই রোগীর।

গত মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এই ঘটনা ঘটে। চাহিদামতো বকশিশের টাকা না পেয়ে এমন কাণ্ড ঘটনার পর থেকে পলাতক সেই ওয়ার্ড বয় দুলুকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগীর মৃত্যুর ঘটনায় ওয়ার্ড বয় দুলুকে ঢাকা থেকে আটক করেছে র‍্যাব।

প্রসঙ্গত, বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ওয়ার্ড বয় চাহিদামত বকশিশ না পেয়ে অক্সিজেন খুলে দেওয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিকাশ চন্দ্র নামে এক রোগীর মৃত্যু হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওয়ার্ড বয় দুলু পলাতক ছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১