বাংলাদেশের খবর

আপডেট : ১৪ নভেম্বর ২০২১

কুলাউড়ায় নদী পাড়ে প্রাথমিক স্কুল, ঝুঁকিতে শিক্ষার্থীরা


মৌলভাবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে বিদ্যালয়ে পাঠান অভিভাবকরা। বিদ্যালয় সীমানা বয়ে যাওয়া ফানাই নদীর পারে সীমানা প্রাচীর না থাকায় যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের অভিভাবক জানান, নদীর পারে বিদ্যালয় হওয়ায় ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকি। বিশেষ করে ছোট বাচ্চারা স্কুলে যায়। যদি কোনো সময় নদী পড়ে দুর্ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাম্মৎ রওশন আরা বেগম বলেন, আমি এ বিদ্যালয়ে যোগদান করি ২০১৮ সালে। এস নদী আর বিদ্যালয়ের মাঝে সীমানা প্রাচীর না থাকায় স্থানীয় চেয়ারম্যানকে জানাই। এরপর গত কয়েক দিন আগে আমাদের প্রাথমিক শিক্ষা অফিসারকে এ বিষয়টি জানাই।

কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইফতেখায়ের হোসেন ভূঁইয়া বলেন, আমি জেনেছি ওই বিদ্যালয়ের মাঠ ও নদী কাছাকাছি সীমানা প্রাচীর দরকার। আপাদত কোনো সুযোগ নেই । যখন আমাদেও সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে সুযোগ আসবে। তখন ওই বিদ্যারয়ের সীমানা প্রাচীরের চাহিদা দেয়া হবে। এছাড়া স্থানীয় ভাবে যদি কোনো লোক করে দিতে চান তাও হতে পারে।

এ অবস্থায় বিদ্যলয়ের সামন দিয়ে বয়ে যাওয়া ফানাই নদী পারে সীমানা প্রাচীর নির্মাণ জরুরী। রয়েছে বিদ্যালয়ে প্রবেশের রাস্থারও সমস্য। শুকনো মৌসুমে তেমন সমস্যা না হলেও বর্ষা মৌসুমে খুব অসুবিধে পোহাতে শিক্ষার্থীদের। সীমানা প্রাচীর ও বিদ্যালয়ের রাাস্তার সমস্যা সমাধানে এলাকার বিত্তবান বা প্রবাসিদেরকে এগিয়ে আসার আহবান জানান অভিভাবক ও শিক্ষকরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১