বাংলাদেশের খবর

আপডেট : ২৩ নভেম্বর ২০২১

বুলগেরিয়ায় নার্সিং হোমে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৯


বুলগেরিয়ার পূর্বাঞ্চলের রোয়াক এলাকায় একটি নার্সিং হোমে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন অন্তত ৯ জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোয়াক নামে ওই গ্রামের পুরনো একটি স্কুল ভবনকে নার্সিং হোমে রূপান্তর করা হয়েছিল। সেখানে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নার্সিং হোমটি থেকে ৫৮ জন বয়স্ককে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন লাগার পর ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবনের চারপাশে। এতে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, আহত শিশুদের মধ্যে কয়েকজন মাথায় গুরুতর আঘাত পেয়েছে, কারও কারও হাড় ভেঙে গেছে। তিনটি শিশুকে আইসিইউতে রাখতে হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১