বাংলাদেশের খবর

আপডেট : ২৩ নভেম্বর ২০২১

শ্রীমঙ্গলে দু'দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড


দেশে শীতের শহর হিসেবে পরিচিত ও চা শিল্প এলাকা শ্রীমঙ্গল উপজেলাজুড়ে এখন শীতের আমেজ বিরাজ করছে। যদিও দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামার সাথে সাথে গোটা উপজেলায় অনুভূত হচ্ছে শীত। বিশেষ করে চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র শ্রীমঙ্গলে সোমবার ও মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গত শনিবার শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আবু সাঈদ এসব তথ্য জানিয়েছেন।

শীতের আগমনী বার্তার সাথে সাথে বদলে যাচ্ছে এখানকার প্রকৃতির রূপ। ভোরে সবুজ ঘাসে জমছে শিশির কণা। হালকা কুয়াশাও পড়ছে। কয়েকদিনের মধ্যে শ্রীমঙ্গল উপজেলার বিল, হাওর, চা-বাগান লেকগুলো অতিথি পাখিতে ভরে উঠবে। অতিথি পাখির কিচির-মিচিরে মুখরিত হয়ে উঠবে বাইক্কা বিলসহ বিল-ঝিল, হাওর ও চা-বাগান লেকগুলো। পর্যটক, দর্শনার্থী আর ভ্রমণপিপাসুদের পদভারে মুখর হয়ে উঠবে এলাকাগুলো। হাজারো পর্যটকের ভিড়ে মুখরিত থাকবে শ্রীমঙ্গল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১