বাংলাদেশের খবর

আপডেট : ২৩ নভেম্বর ২০২১

আগামী বছরই দেশে টিকা উৎপাদন শুরু


আগামী বছরেই দেশে করোনার টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন প্রধামন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। 

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি এসময় আরো বলেন, দেশে টিকা উৎপাদনে এরই মধ্যে ইনসেপটার সাথে চীনের চুক্তি হয়েছে। যে কোন সময় উৎপাদনে যেতে পারবে কেম্পানিটি। এছাড়া বেক্সিমকোও চার থেকে ছয় সপ্তাহের মধ্যে পুরো প্রস্তুত হয়ে যাবে এই প্রক্রিয়া। সরকারি ভাবেও টিকা উৎপাদনে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, ভারতের সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার বাকি অংশ আগামী মাস থেকে আসা শুরু করবে বলে জানান তিনি। আগামী বছরের প্রথম ৩ মাসের মধ্যে পুরোটাই পাওয়া যাবে জানান সালমান এফ রহমান।

এছাড়া মিট দ্যা রিপোর্টার্সে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের অনলাইনে সংবাদ প্রকাশ্যে দায়িত্বশীল হওয়ার পরামর্শও দেন। যাতে কোন ভুল সংসবাদ ছড়িয়ে না পড়ে। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১