বাংলাদেশের খবর

আপডেট : ২৬ নভেম্বর ২০২১

৩য় ধাপের ইউ,পি নির্বাচন

নবাবগঞ্জে শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা


দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ও সদস্য পদ প্রার্থীরা শেষ মুহুর্তের প্রচার প্রচারনায় দিনরাত সমানে ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, ৮১টি ওয়ার্ডে সদস্য পদে ৩১৩ জন, ২৭টি সংরক্ষিত নারী সদস্য পদে ১১২ জন ভোট যুদ্ধে লড়াই করছেন। চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্তের কারনে নেই বিএনপি ধানের শীষের প্রতীকের কোন প্রার্থী। প্রতীক না থাকলেও বিএনপির একাধিক প্রার্থী নির্বাচন করছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদে। এছাড়াও জাতীয় পার্টির ৩ জন প্রার্থী রয়েছে এবারের নির্বাচনে। প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটারদের সমর্থন পেতে এবং স্বপক্ষে ভোট নিতে পুরো এলাকা চষে বেড়াচ্ছেন নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি ছুটছেন স্বপক্ষে সমর্থন পেতে। চেয়ারম্যান প্রার্থীরা কেউ কাউকে হালকা করে দেখছেন না। তবে নির্বাচনী প্রচারনায় স্বপক্ষে ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ার দাবী করে নিজ নিজ পক্ষে জয়ের ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী সকলেই আশাবাদী। পোষ্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। মাইকিং প্রচারনা চলছে গ্রাম গঞ্জের অলিতে গলিতে। এদিকে সচেতন ভোটাররাও সকল প্রার্থীর আবেদন শুনছেন এবং আশ্বস্থ করছেন। তবে ভোটাররা বলছেন- তারা ইউনিয়নের উন্নয়নের সার্থে যোগ্য ও সৎ এমন প্রার্থীকেই বেছে নিবেন।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হক জানান- উপজেলার ৯টি ইউনিয়নে ৮১টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ৮০ হাজার ৮শ ৩৩ জন ভোটার ব্যালটের এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১