বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০২১

করোনার নতুন ধরণ 'ওমিক্রন' নিয়ে উদ্বেগ


দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনার নতুন ধরণটিকে ওমিক্রন নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও ওমিক্রনকে উদ্বেগজনক ধরন হিসেবে ঘোষণা করেছে সংস্থাটি।

নতুন এই ধরনের অসংখ্য মিউটেশন রয়েছে। পাশাপাশি পুনরায় করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলেছে এই ধরনটি। গেল ২৪শে নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হলেও দুই দিনের মধ্যে তা ইসরায়েল , বতসোয়ানাসহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। 

ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে ধরনটি শনাক্ত হয়েছে। এদিকে ইউরোপের পর এবার দক্ষিণ আফ্রিকা অঞ্চলের সঙ্গে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে দেশটি। 
অন্যদিকে, করোনা প্রতিরোধে তৈরী টিকাগুলো নতুন এই ধরনের বিরুদ্ধে নিশ্চিতভাবেই কম কার্যকর হবে বলে সতর্ক করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তবে দুই সপ্তাহের মধ্যেই ওমিক্রনের বিরুদ্ধে নিজেদের টিকার কার্যকারিতার রিপোর্ট পাওয়ার কথা জানিয়েছে ফাইজার। আর ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর বুস্টার ডোজ তৈরীর ঘোষণা দিয়েছে মডার্না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১