বাংলাদেশের খবর

আপডেট : ২৭ নভেম্বর ২০২১

উইকেট শূন্যে দিন শেষ পাকিস্তানের


বাংলাদেশের দেওয়া ৩৩০ রানের প্রথম ইনিংসে ভালোই জবাব দিল পাকিস্তান ওপেনার দুই ওপেনার। ইনিংসের শুরুতে পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিকের রান তখন ৯। তাইজুল ইসলামের বল লাগে শফিকের প‍্যাডে। ব‍্যাট দ্রুত নামালেও বোঝা যাচ্ছিল না বল ঠিক কোথায় লেগেছিল। তবে ঝুঁকি নিয়ে রিভিউ নেননি টাইগার অধিনায়ক মুমিনুল হক।

পরে রিপ্লেতে দেখা যায় বল প‍্যাডে লেগে তবেই ব্যাটে যায়। রিভিউ নিলে ৯ রানেই ফিরে যেতেন শফিক। রিভিউ না নেওয়ার মাশুল দিচ্ছেন বোলাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ব্যাটে শুরুটা হয়েছে সাবধানী।

আবিদ আলী ১৮০ বলে ৯৩ রান। এর আগে অর্ধশতক তুলে ছুটছেন শতকের পথে। অপর প্রান্তে শফিক রান তুলছেন ধীর গতিতে। অভিষেকে তুলে নিয়েছে অর্ধশতক। অপরাজিত আছেন ১৬২ বলে ৫২ রানে। কোন উইকেট না হারিয়ে ৫৭ ওভারে ১৪৫ রান তুলে দিন শেষ করে পাকিস্তান। বাংলাদেশ কোন উইকেট নিতে পারলনা। শুধু চেয়ে দেখলো পাক-দুই ওপেনারের ব্যাটিং।

এর আগে দিনের শুরুতে হাসান আলীর বোলিং তোপে এক সেশনেই ৬ উইকেট হারিয়ে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১১৪ রানের ইনিংস খেলেন লিটন দাস। এছাড়া ৯১ রান করেন মুশফিকুর রহিম। হাসান আলী নেন ৫টি উইকেট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১