বাংলাদেশের খবর

আপডেট : ৩০ নভেম্বর ২০২১

গাজীপুরে পোশাক কারখানায় আগুন


গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ওই কারখানার নিরাপত্তা কর্মী কাজল কুমার ও বিপ্লব বলেন, ‘দুপুরে হঠাৎ কারখানার নিচতলার এক্সেসোরিস গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।’

রিপন গ্রুপ অব ইন্ডাস্ট্রি নামের কারখানাটির শ্রমিক হাবিব বলেন, ‘আমাদের এই কারখানায় প্রায় ৩ হাজার শ্রমিক কাজ করে। হঠাৎ নিচতলায় আগুন লাগলে আমরা সবাই নিরাপদে বের হয়ে যাই। এখন আগুন আরো বেড়েছে।’

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালন আবদুল হামিদ বলেন, ‘তাৎক্ষণিকভাবে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। তবে আগুন বাড়তে থাকায় জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের কষ্ট হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১