বাংলাদেশের খবর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১

শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে মিলাদ মাহফিল


শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার স্মরণে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বাদ আসর শহীদ বুদ্ধিজীবী দিবসে কিসামত ধনবাড়ী মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন তার ছোট ভাই ধনবাড়ী মডেল কলেজিয়েট স্কুলের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ আশরাফ হোসেন।

উল্লেখ্য, উত্তর টাঙ্গাইলের একমাত্র শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক মুহাম্মদ আখতার ছাত্রাবস্থায় ছড়াকার হিসেবে আত্মপ্রকাশ করার পাশাপাশি সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে পড়েন। প্রথমে ঢাকায় এসে তিনি ‘দৈনিক ইত্তেফাক’ এ সংশোধনী বিভাগে চাকুরী নেন। পরবর্তীতে মুহাম্মদ আখতার ইস্টার্ন প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ এ ম্যানেজার হিসেবে যোগ দেন। এখান থেকেই তার ব্যবস্থাপনায় প্রকাশ করেন সাপ্তাহিক “ললনা”। বাংলা টাইপ রাইটারের সংস্কার ও উন্নতি সাধনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৭১ এর মুক্তিযুদ্ধের সময় তিনি প্রত্যক্ষভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করে ছিলেন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর স্বাধীনতার ঊষালগ্নে পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলসামস্ ও শান্তি কমিটির লোকেরা তাকে তার ঢাকার ৪২/৪৩ পুরানা পল্টনস্থ বাসা থেকে রাত ৯ টায় ধরে নিয়ে যায়।

স্বাধীনতার পরপরই ১৮ ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতে অন্যান্য বুদ্ধিজীবীদের লাশের সাথে তার গুলিবিদ্ধ গলিত লাশ হাত-পা বাধা অবস্থায় পাওয়া যায়। ১৯ ডিসেম্বর রায়ের বাজার বদ্ধভূমিতেই তাকে সমাহিত করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১