বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১

মেহেদি রাঙা হাত


উৎসব, আনন্দ ও মেহেদি যেন একই সুতোয় গাঁথা! বিভিন্ন ধর্মের সংস্কৃতিতে মেহেদির প্রভাব লক্ষণীয়। এই হাত রঞ্জিকার প্রধান কাজটিই হচ্ছে জীবনকে রাঙানো। হাতে-পায়ে নকশা করতে টিউব মেহেদি আজকাল বেশি জনপ্রিয় সহজলভ্য বলে এর চাহিদাও বেশি। বাটা মেহেদি দেওয়ার ক্ষেত্রে গতানুগতিক রীতিই প্রচলিত। হাতের তালু ও আঙুলের মাথা রাঙানো হয়। এতে হাতের ও নখের ত্বক রঙিন হওয়ার পাশাপাশি উজ্জ্বল হয় এবং ভালো থাকে। কনের বিয়ের স্বপ্ন আর ভালোবাসা যেন প্রকাশ পায় এর মধ্য দিয়েই।

অনেকেরই ধারণা, কনের হাতের মেহেদির রঙ যত গাঢ় হবে, তাদের ভালোবাসার ভিতও ততই মজবুত হবে। হাতে মেহেদি দেওয়ার রীতি প্রচলিত আছে অনেক সমাজে বরের মধ্যেও। তাই সে ক্ষেত্রে বরের হাতে মেহেদিও যেন ভিন্ন কিছু নয়। বিয়ের কনের ক্ষেত্রে হাতের কনুই পর্যন্ত জমকালো মেহেদি পরাটাই বর্তমানে প্রচলিত। অনেকেই আবার দু-পাশের হাঁটুর নিচ পর্যন্তও মেহেদি ডিজাইন পছন্দ করেন।

বর্তমানে মেহেদির ডিজাইনের ক্ষেত্রে জনপ্রিয় অ্যারাবিয়ান ডিজাইন। অ্যারাবিয়ান ডিজাইনের ক্ষেত্রে কালো মেহেদি এবং সাধারণ মেহেদি দুটোই ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে বর্ডারে কালো মেহেদির ব্যবহার হয় এবং ভেতরের সূক্ষ্ম ডিজাইনটি হয় সাধারণ মেহেদির দ্বারা। এ ছাড়া হলুদের অনুষ্ঠানে যদি মেহেদি পরতে চান, তাহলে ডিজাইনটিকে আরো আকর্ষণীয় করে তুলতে ব্যবহার করতে পারেন ফেব্রিকস, স্টোন ও চুমকি মেহেদির ডিজাইনের মধ্যে। হলুদের দিন মেহেদি এবং হাতের উল্টো দিকে আল্পনা করতে চাইলে টুকটুকে লাল গোল ডিজাইন এবং তার সঙ্গে করতে পারেন হলুদ ও সবুজের ব্যবহার। হলুদে কনের বন্ধু, বোন বা আত্মীয়রা মেহেদি পরতে চাইলে ডিজাইনটি ব্যতিক্রম হলেই ভালো লাগবে। সে ক্ষেত্রে হাতের তালুভর্তি ডিজাইন বা এক লাইন ডিজাইন করতে পারেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১