বাংলাদেশের খবর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১

কলমাকান্দায় ভারতীয় মদসহ আটক ২


নেত্রকোণার কলমাকান্দায় ভারতীয় ২৫ বোতল মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ও একটি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নেত্রকোণা জেলা শহরের নদীর পাড় নাগড়া এলাকার শ্রীবাস চন্দ্র দাসের পুত্র প্রশান্ত চন্দ্র দাস (২৩) ও খুলনার পাইকগাছার বিরাশী নামক এলাকার মৃত আনছার আলী গাজীর পুত্র  মো.মালেক গাজী (২৫)।

এতথ্য নিশ্চিত করেন সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) উজ্জল কান্তি সরকার।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকালে উপজেলার সিধলী পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই, আব্দুল জলিল ও এ,এস,আই মফিজুল হক নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল কৈলাটি ইউনিয়নের সিধলী এলাকার বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। একটু পরেই  দেখতে পান মোটরসাইকেল যোগে দুইজন লোক আসতেছেন। তাদের থামিয়ে জিজ্ঞাসা করেন। আটককৃতরা বলেন উপজেলার সীমান্তবর্তী লেংঙরায় থেকে আসছেন। তাদের কথা আচরণে সন্দেহ সৃষ্টি হয়। তল্লাশীকালে ব্যাগে রাখা ২৫ বোতল ভারতীয় মদ ও একটি ডিসকভার মডেলের মোটর সাইকেল জব্দ করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি)  মোহাম্মদ আবদুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে  জানান, আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৫ বোতল মদসহ দুইজনকে গ্রেপ্তার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতের নামে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় একটি মামলা প্রক্রিয়ধীন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১