বাংলাদেশের খবর

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১

ভারতে আদালতে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২


ভারতের পাঞ্জাবের একটি আদালতে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজ্যের লুধিয়ানা জেলা আদালতের শৌচালয়ে এ বিস্ফোরণ ঘটে। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টা ২২ মিনিটে আদালতের তৃতীয় তলার একটি শৌচালয়ে ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, এতে শৌচালয়ের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশের বিভিন্ন কক্ষের কাচ ভেঙে পড়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, বিস্ফোরণের তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে গেছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠীর হাত থাকতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১