বাংলাদেশের খবর

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১

গৌরনদীতে সরকারী খাল দখল করে দোকান নির্মাণ


কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের কাঠপট্টি ব্রিজ সংলগ্ন সরকারী খাল দখল করে দোকান নির্মান শুরু করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, টরকী বন্দরের মধ্যে দিয়া প্রবাহিত সাউদের খালটি দখল-দূষণে ইতিমধ্যে অধিকাংশ ভরাট হয়ে গেছে। খালের যে অংশটুকু রয়েছে তা দিয়ে কোনমতে বর্ষার পানি নামতো। শনিবার সকাল থেকে কসবা গ্রামের আব্দুল জলিল তালুকদার নামের এক ব্যক্তি বন্দরের কাঠপট্টি ব্রিজ সংলগ্ন খালের অংশ দখল করে দোকানঘর নির্মাণ শুরু করেছে। এতে বর্ষা মৌসুমে পুরো টরকী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গৌরনদী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর খায়রুল ইসলাম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খাল দখল করে দোকান নির্মানের বিষয়টি অবহিত হয়েছি। খালটি দখলমুক্ত করার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স জানান, এবিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১