বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১

মিয়ানমারে গণহত্যার খবরে জাতিসংঘ 'আতঙ্কিত’


জাতিসংঘের একজন কর্মকর্তা  রোববার বলেছেন, মিয়ানমারে সম্ভবত দুইজন সাহায্য কর্মীসহ কমপক্ষে ৩৫ জন বেসামরিক লোককে হত্যা করে তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে বলে বিশ্বাসযোগ্য খবরে তিনি "আতঙ্কিত" হয়েছেন এবং সরকারের কাছে ঘটনাটি তদন্তের দাবি জানিয়েছেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি-জেনারেল মার্টিন গ্রিফিথস এক বিবৃতিতে বলেছেন, "আমি এই মর্মান্তিক ঘটনা এবং সারা দেশে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরণের হামলার নিন্দা জানাই, যা আন্তর্জাতিক মানবিক আইনে নিষিদ্ধ।"

গ্রিফিথস অবিলম্বে এ ঘটনার ব্যাপারে একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্ত শুরু করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, পূর্বাঞ্চলে কায়া রাজ্যে এই ঘটনায় কয়েকটি গাড়িসহ ‘সেভ দ্য চিলড্রেন’-এর গাড়িতে হামলা চালিয়ে সেটিকে পুড়িয়ে দেয়ার পর সাহায্য সংস্থার দুই কর্মী নিখোঁজ রয়েছেন।  


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১