বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১

পটুয়াখালীতে বিএনপির সভায় হামলা, আহত ৫


পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠে জেলা বিএনপি আয়োজনে সভাস্থলে হামলা ও ভাংচুর হয়েছে। এসময় ইটের আঘাতে একজনসহ পাঁচ নেতা-কর্মী আহত হওয়ার কথা জানিয়েছে তারা। হামলার জন্য স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগকে দায়ী করছে বিএনপি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সভাস্থলে পুনরায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছে।

বিএনপির নেতৃবৃন্দ জানায়, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাদের পূর্ব নির্ধারিত সমাবেশ আজ দুইটায় শুরুর কথা ছিল। মাঠে মঞ্চ প্রস্তুতের কাজ চলছিলো। বেলা ১১ টার দিকে শ্লোগান দিয়ে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী অতর্কিতে মাঠে প্রবেশ করে লাঠি-সোটা নিয়ে ধাওয়া করে হামলা চালায়। সাথে ইটপাটকেল নিক্ষেপও করে। ভাংচুর করা হয় মঞ্চের সামনের চেয়ার। এতে শ্রমিক দলের নেতা আনিচুর রহমানের মাথা ফেটে যায়। মারধর করা হয় সাদ্দামসহ আরো চার কর্মীকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি মিছিল বিএনপির সভাস্থল অতিক্রমকালে মিছিল থেকে কিছু কর্মী মাঠে ঢুকে পড়ে ইট-পাটকেল নিক্ষেপসহ ধাওয়া করে। এসময় তারা মঞ্চের কাপড় ছিড়ে ফেলে এবং চেয়ার ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের হটিয়ে দেয়। ধাওয়ার মুখে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা দৌড়ে সভাস্থল ত্যাগ করলেও হামলাকারীরা চলে যাওয়ার পর তারা মাঠে ফিরে। দুইটায় সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা সাড়ে ১২ টায় বিএনপি তাদের সভার কার্যক্রম শুরু করে। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনসহ অন্যাণ্য নেতৃবৃন্দর উপস্থিত থাকার কথা রয়েছে।

মাঠে ও আস পাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১