বাংলাদেশের খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১

চাঁদপুরে ইউপি নির্বাচনের আচরণ বিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

'আচরণ বিধি না মানলে প্রার্থীতা বাতিল করা হবে'


চাঁদপুর জেলার কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলায় ২৮ ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণের সাথে আচরণবিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

তিনি বক্তব্যে বলেন, চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ইতোমধ্যে নির্বাচন হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চাঁদপুরে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হয়েছি। আজকে আপনাদেরকেও আচরণবিধি সম্পর্কে অবহিত করা হয়েছে। আপনারা আচরণ বিধি মানলে আমাদের কষ্ট কম হবে। আচরণ বিধি না মানলে তার প্রশাসনও প্রস্তুত আছে।

ডিসি বলেন, দুই উপজেলার নির্বাচনে ব্যস্ত থাকায় আপনাদের এলাকায় আচরণ বিধি দেখা সম্ভব হয়নি। আজকে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেগণ খুবই কঠোরভাবে আচরণবিধি দেখার জন্য মাঠে থাকবে। আপনারা কোন তদ্বির করে লাভ হবে না। আপনারা যদি আইন ভাঙেন, অবশ্যই আমরা শাস্তি দিব। আইন মানলে আপনাদের প্রশংসা ও সহযোগিতা করব। যারা নির্বাচনী ক্যাম্প তৈরী করেছেন, তারা আজকেই নির্বাচনী ক্যাম্পগুলো তুলে ফেলবেন। তা নাহলে আপনাদের জরিমানা হবে। জরিমানা পর্যায়ক্রমে দ্বিগুন হবে। তৃতীয়বারে আমরা তার প্রার্থীতা বাতিল করে দিব।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলি হরির সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ।

পুলিশ সুপার বলেন, আমরা সরকারের নির্দেশনা পালন করব। আপনারা দলীয় কিংবা স্বতন্ত্র যে ব্যানারে নির্বাচন করুন না কেন, ভোটারদের কাছে যেতে হবে। ভোটের বিষয়ে আমাদের কোন ব্যাক্তির জন্য সহযোগিতা থাকবে না। মানুষ যাকে ভোট দিবে সেই জিতবে। পুলিশ নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কঠোরভাবে দায়িত্ব পালন করবে।

মতবিনিময় সভায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন, হাইমচর থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যরা তাদের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি চাঁদপুরের এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১