বাংলাদেশের খবর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১

তাড়াশে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকা নিহত


সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় আঞ্জয়ারা বেগম নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধাপ-ওয়াশিন মোড়ে তাড়াশ-ভুইয়াগাতী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জয়ারা বেগম উপজেলার ওয়াশিন গ্রামের মৃত মমতাজ উদ্দিনের মেয়ে ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের আব্দুর রউফ অশোকের স্ত্রী। তিনি শেরপুর উপজেলার মহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

স্থানীয়রা জানায়, নিহত আঞ্জয়ারা বেগম বাবার বাড়ি ওয়াশিন থেকে সিএনজি যোগে শেরপুর ফেরার পথে তাড়াশ-ভূইয়াগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজের পাশে সিএনজি থেকে নেমে মোবাইলে কথা বলছিলেন এমন সময় দ্রুতগামী নসিমনের ধাক্কায় গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগনে তাড়াশ পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১