বাংলাদেশের খবর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২

গোপালগঞ্জের ১৮ ইউনিয়নে ভোট গ্রহণ চলছে


৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জের ১৮ ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টা থেকে একযোগে এ ভোটগ্রহন শুরু হয়। এর মধ্যে ১৭ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ও একটি ইউনিয়নে ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহন চলছে।

বুধবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভীড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা।

এ নির্বাচনে সদর উপজেলার ১৫টি ও কোটালীপাড়া উপজেলার ৩টি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়নে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহন হচ্ছে। তবে কোটালীপাড়ার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র সাধারন সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। এ ভোটগ্রহন চলবে বিকাল ৪টা পযর্ন্ত।

এ রিপোর্ট লেখা পযর্ন্ত কোন নির্বাচনী সংহিংসতার খবর পাওয়া যায়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১